Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১০০(একশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার

গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন বাহাদুর শাদী ইউপি এলাকার মধ্যকলাপাড়া সাকিনে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ,জনাব মাহাতাব উদ্দিন এর দিকনির্দেশনায় ইং০৮-০৩-২০২৪ তারিখ কালিগঞ্জ থানার এসআই মশিউর রহমান এস আই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান কালে কালিগঞ্জ থানার জনৈক ১।মোঃইয়ানূর হোসেন(৩৫)২।মোঃ হালিম বাঘমার( ৩২)দেরকে ১০০(একশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩০,০০০/= টাকা। পরবর্তীতে এসআই মশিউর রহমান কালিগঞ্জ থানা উক্ত আসামিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করলে কালিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলার রুজু হয়। আসামিদের কে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।